পটিয়ায় আজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতি( রা:) বার্ষিক ওরশ সফল করার আহবান ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-০৭, ৮:২১ অপরাহ্ন /
পটিয়ায় আজ হযরত  খাজা  মঈনুদ্দীন চিশতি( রা:) বার্ষিক  ওরশ সফল করার আহবান ।

প্রকাশিত,০৭, ফেব্রুয়ারি,২০২৪

পটিয়া(চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

উপমহাদেশের
আধ্যাত্মিক সাধক ও মহান অলি, ইসলাম প্রচারক এবং চিশতিয়া তরীকার প্রবর্তক সুলতানুল হিন্দ, আতায়ে রাসুল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী (রা:) বার্ষিক ওরশ শরীফ গাজী কনভেনশন কমিউনিটি সেন্টারে ৮ ফেব্রুয়ারিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটি পটিয়া উপজেলা পৌরসভা যৌথ উদ্যােগে প্রস্তুতি বুধবার সন্ধায় ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম এ আবছার,অর্থ সম্পাদক মো: দিদারুল আলম, মো: জানে আলম, আহমদ নবী, আবদুল মতিন, আবদুল কুদ্দুস, আবদুল মাবুদ, আবদুল জব্বার সও:,মো: মামুন, মো: হারুন, আবুল হাসেম মিন্টু, প্রমুখ।সভায় বক্তারা জাতী ধর্ম নির্বিশেষে সকলকে ওরশ শরীফের তবররুক গ্রহণ করার আহবান জানান।

ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার ও সাধারণ সম্পাদক এম এ আবছার, অর্থ সম্পাদক দিদারুল আলম জানান, প্রতি বছরের ন্যায় এবারও তারা খাজা গরীবে নেওয়াজ( রা:) এর বার্ষিক ওরশ শরীফ উদযাপন করছে। এতে আনুমানিক ৮/১০ হাজার মানুষের তবরুক এর আয়োজন করেছেন। এ ছাড়াও ওরশ উপলক্ষে ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সারাদিন ব্যাপি খতমে কুরআন, খাজা গান সহ নানান কর্মসূচি গ্রহণ করেন তারা। এতে তারা সকলকে দাওয়াতে অংশ নেওয়ার আহবান জানান।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

০৭/০২/২৪