পটিয়ায় আজিমপুরে  প্রতিপক্ষের  হামলায় আহত ২,থানায় অভিযোগ, 


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০২-০২, ১:০৩ পূর্বাহ্ন /
পটিয়ায় আজিমপুরে  প্রতিপক্ষের  হামলায় আহত ২,থানায় অভিযোগ, 

প্রকাশিত,০১,ফেব্রুয়ারি,২০২৫

পটিয়া,(চট্টগ্রাম) প্রতিনিধি:-

চট্টগ্রামের পটিয়া উপজেলা আজিমপুরে প্রতিপক্ষের সত্রাসী কায়দায় হামলা চালিয়ে 

দুইজন আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

 আহতরা হলেন,কামাল হাসান  (৩৭) ও ইকবাল হাসান (৩৫)। ঘটনাটি  ঘটেছে গত ৩১ জানুয়ারী শুক্রবার রাতে  আজিমপুর গ্রামের মুন্সির বাড়িতে। হামলার শিকার ইউনুছ মিয়া বাদী হয়ে  পটিয়া থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনসহ তিন জনের  বিরুদ্ধে  অভিযাগ দায়ের করেছে।

অভিযোগ সুএে  জানা যায়, ইউনুছ মিয়ার সাথে  স্থানীয়  মধু মিয়ার মধ্যে  জায়গা- জমি নিয়ে দীর্ঘদিন   বিরাধ চলে  আসছিল। এর জের  ধরে  শুক্রবার রাতে   মধু মিয়াসহ তার ছেলেরা ভাড়াটিয়া  সস্ত্রাসী নিয়ে  ফিল্মি ষ্টাইলে  বসত বাড়িতে  মোটরসাইকেল  মহড়া দিয়ে  দেশীয়  অস্ত্র-শস্ত্র নিয়ে  ইউনুছ মিয়ার বাড়িতে  হামলা চালিয়ে    বসতঘর ভাংচুর  মোবাইল সেট,  নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ সুএে প্রকাশ।হামলায় কামাল হাসান(৩৭) ও ইকবাল হাসান (৩৫) গুরুত্বর আহত হলে বাড়ির লোকজনের  চিৎকার আশেপাশের লোকজন এগিয়ে  আসলে  সস্ত্রাসীরা পালিয় যায়  কামাল হাসান জানান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে    মোটরসাইকেল,  ধারালা কিরিচ, দুটি হেলমেট,  হকিস্টিক উদ্ধার করে  পুলিশর হাতে তুলে দেয়। 

এব্যাপারে  পটিয়া থানার ওসি আবু জায়দ মাঃ নাজমুন নুর জানান, ঘটনার খবর পয় পুলিশর একটি টিম পাঠানা হয়। এত আইনানুগ ব্যবস্থা নেওয়া   হবে। 

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম 
০১/০২/২৫