প্রকাশিত,০৪,মে,২০২৪
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:
– চট্টগ্রামের পটিয়া:
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারন সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার একটি কমিউনিটি সেন্টার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাবেক চসিক মেয়র আজম নাছির উদ্দিন।
পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আলাউদ্দিন ভুঁইয়া জনি
সভাপতিত্বে ও সহ সভাপতি কাউন্সিলর গোফরান রানা ও সাধারণ সম্পাদক নুরুল করিম এর যৌথ পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক
ওহিদ সিরাজ স্বপন সিআইপি, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সত্যাজিৎ দাশ রুপু, মোস্তফা হাকিম গ্রুপের জিএম নিপুণ চৌধুরী, মহানগর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার,
চেয়ারম্যান মুহাম্মদ সেলিম, এম এ হাশেম, এহসানুল হক, মাহবুবুর রহমান, সরোজ কান্তি সেন নান্টু, মোঃ বখতিয়ার উদ্দিন, আমিনুল ইসলাম খান টিপু, শাহিনুর ইসলাম শানু, জাকারিয়া ডালিম, পটিয়া ব্যাংক অ্যাসোসিয়েশন সভাপতি আমির হোসাইন, আওয়ামী লীগ নেতা আলমগীর আলম, এম এন এ নাছির, ডিএম জমির উদ্দিন, ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক প্রদীপ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, শিক্ষক সমিতির নেতা আব্দুল গনি, উপজেলা মহিলানেত্রী সাজেদা বেগম, কাউন্সিলর রূপক কুমার সেন, নাছির উদ্দিন, ছওরোয়ার কামাল রাজীব, ইয়াসমিন আক্তার চৌধুরী, ক্রীড়া সংস্থার সদস্য মিশকাত আহমেদ, নুরুল আলম, কাজী আব্দুল কাদের,
আবুল কালাম বাবুল, শাহারিয়ার শাহজাহান, প্রমুখ। উল্লেখ্য ক্রীড়া সংগঠক প্রবাসী আবুল বশর এর পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তার বড় ভাই সমাজ সেবক আবু ফরিদ।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কর্মসূচি, প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। দেশের প্রতিটি উপজেলায় একটি
করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত,
সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সুতরাং যুব সমাজ ও বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাসবাদ ও বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় নিজেদেরকে গড়ে তুলতে হবে। পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০৪/০৫/২৪
আপনার মতামত লিখুন :