নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও শ্লীলতাহানীর প্রধান আসামি গ্রেফতার।


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-০৫, ৪:৫৭ পূর্বাহ্ন / ১৫
নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও শ্লীলতাহানীর প্রধান আসামি গ্রেফতার।

জেলা প্রতিনিধি নোয়াখালী ঃ

নয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষন চেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার প্রধান আসামি বাদলকে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়া দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব।

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে সন্ত্রসী দেলওয়ার বাহিনী সদস্যদের বিরুদ্ধে এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার এক মাস পর গতকাল রবিবার সকাল থেকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারীকে ৩-৪জন বিবস্ত্র করে বেদম মারধর করছে। একজন ওই নারীর মুখে পা দিয়ে চেপে ধরে। বারবার আকুতি করার পরও নির্যাতন করা বন্ধ করেনি কেউ। যা অত্যন্ত নির্মম ও নৃশংস।