নেত্রকোণায় শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-১৮, ৩:৫৮ অপরাহ্ন /
নেত্রকোণায় শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি।

প্রকাশিত,১৮, অক্টোবর,২০২৩

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন করেন নেত্রকোণা জেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে জেলার মোক্তারপাড়া মাঠে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু,দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.শামসুর রহমান লিটন সহ বিভিন্ন দপ্তরের সরকারি/বেসরকারি কর্মকর্তা গণ, সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

শ্রদ্ধা নিবেদন শেষে মোক্তারপাড়া মাঠ থেকে এক বর্ণঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয়ে সমাপ্তি করেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা সভা হয় এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।

সম্মানিত অতিথি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলার সম্মানিত জেলা প্রশাসক শাহেদ পারভেজ।