প্রকাশিত,১৬, জানুয়ারি,২০২৪
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
শীত বার্তার আগমনে কারও আনন্দ আবার কারও দুঃখ যন্ত্রণা।
মধ্যবিত্ত,উচ্চবিত্তরা ঘুরে বেড়ায় বিভিন্ন পর্যটন এলাকায় আর গরীব অসহায় দুঃখী মানুষ শীতে কাতর।
হ্যাঁ এটাই চলমান সভ্যতার অপরিণত জীবন।
তীব্র-তিক্ততার শীতের আগমনী বার্তায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নেত্রকোণা জেলার দক্ষ, বিচক্ষণ, সৎ ব্যক্তিত্ব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।
তিনি আজ নেত্রকোণার মদনপুর ইউনিয়নের কানসা আশ্রয়নে,গুচ্চগ্রামে এবং ভবগোরে লোকের সন্ধানে মাজার প্রাঙ্গণেও গিয়ে নিজ হাতে গায়ে জড়িয়ে দেন শীতের তিক্ততা থেকে রক্ষা পেতে একখানা কম্বল।
এতে করে অসহায়, গরীব,দুঃখী মানুষজন একখানা গরম কম্বল পেয়ে আনন্দে আত্মহারা।
এ প্রসঙ্গে নেত্রকোণা জেলার মানবিক জেলা প্রশাসক শাহেদ পারভেজ এ প্রতিবেদককে বলেন
শীতের আগমনী বার্তায় নেত্রকোণা জেলা প্রশাসন অসহায় মানুষের পাশে আছি থাকবো এবং শীতের কম্বল বিতরণ অব্যাহত থাকবে আশা রাখছি।