নীলফামারী জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ঃ


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৭, ৪:৩৪ অপরাহ্ন /
নীলফামারী জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ঃ

প্রকাশিত,১৭, জুলাই,২০২৩

রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ

অদ্য সোমবার (১৭ জুলাই ২০২৩) নীলফামারী জেলার ডিমলা উপজেলা ০৩টি (গয়াবাড়ি, টেপা খড়িবাড়ি, খগাখড়িবাড়ি ) ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এবং ধর্মপাল ইউনিয়নের ৫ নং সাধারণ ওয়ার্ড এর সদস্য পদে, কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য পদে এবং ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জনাব মোঃ গোলাম সবুর পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী ও জনাব পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী মহোদয়।

ভোট কেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার, নীলফামারী‌ মহোদয় নির্বাচনে নিরাপত্তা ডিটিতে নিয়োজিত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী পুলিশ ও আনসার সদস্যদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার, নীলফামারী; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নীলফামারী, জনাব মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী; সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ; অফিসার ইনচার্জ বৃন্দ।