নীলফামারীতে ভুয়া বিশ্ববিদ্যালয়


দেশ সময় প্রকাশের সময় : ২০২১-০১-০২, ৩:৩৭ অপরাহ্ন / ১১
নীলফামারীতে  ভুয়া বিশ্ববিদ্যালয়

প্রকাশিত, ০২-০১-২০২১
প্রিয়ন্ত দাস পিউ ( নীলফামারী ) প্রতিনিধি,

নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় নামে একটি ভুয়া বিশ্ববিদ্যালয় এর সন্ধ্যান পাওয়া গেছে ।

বিশ্ববিদ্যালয়টি রংপুর ,দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাস সড়কে অবস্থিত , বিশ্ববিদ্যালয়টি গত ১১ ডিসেম্বর ২০২০ তারিখে একটি নিয়োগ বিগপ্তি দুটি পত্রিকায় প্রকাশ করলে তখনেই বিশ্ববিদ্যালয় ইউসিজির নজরে ধরা পড়ে যে এটি একটি ভুয়া বিশ্ববিদ্যালয়, আর তখনি ইউসিজি আর একটি সর্তক বার্তা প্রকাশ করেন এই বিশ্ববিদ্যালয় টিকে নিয়ে কারন যাতে করে কেউ এই প্রতারক দের খপ্পরে না পড়ে আর এদিকে বিশ্ববিদ্যালয় এর ভিসি দাবি করা এবিএম শফিকুজ্জামান শাহ এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ইউসিজি কাছ থেকে অনুমোদন নিয়ে সৈয়দপুরে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে সিমিত পরিসরে এর কার্যক্রম শুরু করি এবং সংসদ সদস্য ও ট্রাষ্ঠি বোর্ডের অনুমতি নিয়ে আমি সহউপচার্য্য সহ অন্যান্ন জনবল নিয়োগের একটি বিঙ্ঘপ্তি প্রকাশ করি ,আর তাকে আরো প্রশ্ন করা হয় যে আপনি একজন কলেজের প্রভাষক হয়ে কিভাবে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ দাবি করেন , তখন তিনি বলেন কে বলছে আমি ভিসি আমি এই বিশ্ববিদ্যালয় এর এক প্রতিষ্ঠা আর কিছু জানতে চান বা চাইলে আমি কিছু আর মন্তব্য করবো না বলে তিনি ফোন কেটে দেন।