নীলফামারীতে ভুট্টাক্ষেত থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০২-০৭, ৮:০১ অপরাহ্ন /
নীলফামারীতে ভুট্টাক্ষেত থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার।

প্রকাশিত,০৭,ফেব্রুয়ারি,২০২৫

জহুরুল ইসলাম
নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী সদরের গোরগ্রাম ইউনিয়নে জহুরুল ইসলাম (৪৫) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে পার্শ্ববর্তী বড়াইবাড়ী গ্রামের কাঁচা রাস্তার পাশে একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম গোরগ্রাম ইউনিয়নের কির্ত্তীনিয়া পাড়া (ডাঙ্গা পাড়া) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

নিহতের স্ত্রী রুমা বেগম বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্বামী হাজীগঞ্জ বাজারে যান, কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে গ্রামের লোকজন রাস্তার পাশে একটি ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আমি স্বামীর হত্যার সঠিক বিচার চাই।”

এ ঘটনায় জহুরুল ইসলামের স্ত্রী রুমা বেগম নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ।

ওসি এম আর সাঈদ আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।