প্রিয়ন্ত দাস পিউ ( নীলফামারী ) প্রতিনিধি ঃ
নীলফামারীতে আজ সকাল ১১ ঘটিকায় নটখানা মেডিকেল কলেজ মাঠ কুষ্ঠ ও সাধারন প্রতিবন্ধি উন্নয়ন সংগঠনের উদ্যোগে ও বিল্যানকেট প্রোজেট হংকং এর আর্থিক সহযোগীতায় নীলফামারী জেলার সাধারন প্রতিবন্ধী ও কুষ্ঠরোগীদের মাঝে কম্বল বিতরন করেন জুবেদা খাতুন ফান্ড এর প্রধান জুবেদা খাতুন এসময় বিল্যানকেট , জুবেদা খাতুন ফান্ড ও কুষ্ঠ ও সাধারন প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন এর সভাপতি সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্হিত ছিলেন ,এই কম্বল বিতরনি অনুষ্ঠান এ নীলফামারীর ২০০ সাধারন প্রতিবন্ধী ও কুষ্ঠ রোগীর মাঝে কম্বল বিতরন করা হয়
আপনার মতামত লিখুন :