প্রকাশিত,২৯, জুলাই,২০২৩
মোঃ আতাউর রহমান
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ
নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জলঢাকা থানার নেতৃত্বে জলঢাকা থানা পুলিশের একটি চৌকস টিমের বিশেষ অভিযানে কুখ্যাত চোর চক্রের সক্রিয় ০৬ (ছয়)জন সদস্য গ্রেফতার করেন। গ্রেফতারকৃত চোরদের তথ্যের ভিত্তিতে ০৬ টি বাইসাইকেল, বাইসাইকেলের ভাংড়ি যন্ত্রাংশ, ০২টি সেচ মোটর, ০২টি টিউবওয়েল, ০১ টি ২৪ ইঞ্চি ওয়ালটন এলএডি টিভি চোরাই মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন (১) মো: শাহিন @কালা(৩২) পিতা:মৃত মানিক মিয়া (২)মো:সাজু ইসলাম(৩৪)পিতা:মোঃ এজার উদ্দিন গ্রাম:আমরুল বাড়ি( ৩)মোঃ রবিউল ইসলাম (৩৫)পিতা: মৃত আব্দুল হক গ্রাম: বগুলাগাড়ি বাবুলল্লাপাড়া পাড়া(৪)মোঃ আব্দুল করিম(২৫)পিতা মোঃসালাউদ্দিন, সকলের গ্রাম:জলঢাকা কদমতলী (জোড়াপুল) (৫)মো:আল-আমিন(২৫) পিতা:মোহাম্মদ আলী গ্রাম:বটতলা (৬)মো:জাহিদুল ইসলাম(২৩)পিতা মৃত: তফেল উদ্দিন গ্রাম:কাজির হাট সকলের থানা :জলঢাকা, জেলা নীলফামারী।
এ সংক্রান্তে জলঢাকা থানার মামলা নং-২৬, তারিখ- ২৯-০৭-২৩ (ধারা- দঃ বিঃ ৩৭৯) রুজু হয়েছে।
আপনার মতামত লিখুন :