আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনের নিরাপত্তার কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধান ও সমন্বয় করার দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের সহকারি সচিব জাকির মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।
এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যদের সঠিকভাবে তত্ত্বাবধান ও সমন্বয় সাধনের জন্য প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।