প্রকাশিত,২৯, ফেব্রুয়ারি,২০২৪
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন নির্বাচনে কোন অনিয়ম নির্বাচন কমিশন এলাও করবে না। নির্বাচন কমিশন কোন পক্ষপাতিত্ব করবে না। তিনি বলেন সুষ্ঠ নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। তিনি বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ হলরুমে আগামী ৯ মার্চ ত্রিশাল পৌরসভার উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল থানার ওসি কামাল হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :