প্রকাশিত,১২, আগস্ট,২০২৩
মারুফ সরকার,স্টাফ রির্পোটারঃ
উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে বাংলাদেশ কংগ্রেস এবং প্রয়োজনে সমমনা রাজনৈতিক দলগুলির সাথে জোট গঠন করবে দলটি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা ও কর্মশালায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি আজ এ সিদ্ধান্ত নেয়।
এ প্রসঙ্গে দলটির চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে নির্বাচন কমিশনকে শক্তিশালী ও নিরপেক্ষ রাখতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি চাপ সৃষ্টি করতে আন্দোলন করবে বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন জোট।
নির্বাচনকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি সভায় আহবান জানানো হয়। সেজন্য জেলা প্রশাসকদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার করা এবং নির্বাচন কেন্দ্রগুলির সকল বুথকে সিসি ক্যামেরার আওতায় আনার দাবী জানানো হয়।
জোট গঠনের ব্যাপারে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, অনেক রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে জোটভুক্ত হয়ে ডাব প্রতীকে নির্বাচন করতে ইচ্ছুক। তাদেরকে নিয়ে খুব শীঘ্রই একটি জোটের আত্মপ্রকাশ ঘটবে। জোটের নাম চুড়ান্ত করা হবে শরীক দলগুলোর সাথে পরামর্শ করে, তবে জোটের নাম “জাতীয় জোট” হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :