নিবন্ধন পেতে বাংলাদেশ জনতা পার্টি’র সংবাদ সম্মেলন


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-১০, ১২:০৭ পূর্বাহ্ন /
নিবন্ধন পেতে বাংলাদেশ জনতা পার্টি’র সংবাদ সম্মেলন

প্রকাশিত,০৯, আগস্ট,২০২৪

নিজস্ব প্রতিবেদক::

দেশের ২১ টি জেলা ও ১২০ টি উপজেলায় কার্যক্রম রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের নিবন্ধন দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জনতা পার্টি।

বুধবার (৯ আগস্ট) মতিঝিলের ফকিরাপুলের সেলিম প্লাজায় অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান জিএম কেরামত আলী ও মহাসচিব অ্যাডভোকেট মো. আবু তাহের বসুনিয়া যৌথ লিখিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন।

লিখিত বক্তব্যে দাবি করা হয়,২০২২ সালে নোটিফিকেশন মারফত বাংলাদেশ জনতা পার্টিকে জানানো হয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের আওতায় নিবন্ধনের উদ্দ্যোগ নিয়েছে সরকার। এতে বাংলাদেশ জনতা পার্টি সকল প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দিলেও এখন পর্যন্ত কোন ধরণের নোটিশ নির্বাচন কমিশন থেকে পায়নি দলটি।
সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ জনতা পার্টির নিবন্ধন প্রদানের দাবি জানানো হয়।