প্রকাশিত,০১, জুলাই,২০২৩
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
-নব-গঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের কমিটিতে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কৃতি সন্তান মোখতার আহমদ আরিফ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্টানের আয়োজন করেন ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দরা।
৩০শে জুন ২০২৩ইং শুক্রবার বাদে মাগরিব উত্তর ছনহরা নজির মার্কেট সংলগ্ন এলাকায় এই অনুষ্টানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম। ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আবু জাফরের সভাপতিত্বে অনুষ্টান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা ছাত্রলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের নব-নির্বাচিত সদস্য মোখতার আহমদ আরিফ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী, নুর মোহাম্মদ সিকদার বদি, আবু ছৈয়দ লালু, মাওলানা ইউনুচ সিকদার, ছনহরা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পেয়ার মোহাম্মদ সিকদার, ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কাজী আল মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতা
অধ্যাপক আজিজুল হক মানিক, জেলা কৃষকলীগ নেতা মোঃ সাহাব উদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন ফরহাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগ নেতা আবদুর শুক্কুর, খলিলুর রহমান ডালিম, বাদশা মিয়া, জয়নাল আবেদিন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, রাশেদুল ইসলাম, সাখাওয়াত হোসেন সোহেল, সাকিব খন্দকার প্রমূখ।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
আপনার মতামত লিখুন :