নিখোঁজ দুলাল হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ জন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-০৮, ৬:১২ অপরাহ্ন /
নিখোঁজ দুলাল হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ জন।

প্রকাশিত,০৮, আগস্ট,২০২৩

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি।

গাজীপু‌র সিটি কর্পোরেশনের বাসনের ভোগড়া এলাকায় দুলাল মিয়া হত্যার রহস্য উদঘাটন ক‌রে‌ছে পু‌লিশ। এ হত্যাকা‌ন্ডের ৪ দিনপর জ‌ড়িত ৩ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপু‌র আড়াইটার দিকে জিএম‌পি’র কার্যাল‌য়ে প্রেস‌ ব্রিফিংয়ে এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন জিএম‌পি’র উপ-ক‌মিশনার আবু তোরাব মুহাম্মদ শামসুর রহমান।

পু‌লিশ জানায়, গত ৪ আগষ্ট দুপু‌রে নিহ‌তের ছোট ভাইয়ের বাসা থে‌কে বের হ‌য়ে নি‌খোঁজ হন দুলাল মিয়া ।‌ ওই দিন বি‌কে‌লে স্থানীয়রা ‌ভোগড়া ডিজাইন এক্স‌প্রেস লি‌মি‌টেড কারখানা সংলগ্ন এক‌টি প‌রিত্যক্ত জ‌মি‌তে মর‌দেহ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শকে খবর দেয়। পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠায়।

জিএমপি’র বাসন থানা সূত্রে জানা যায়, নিহ‌তের ছোট ভাই বাদী হ‌য়ে এক‌টি হত্যা মামলা দা‌য়ের ক‌রেন। এ মামলার প্রেক্ষি‌তে পু‌লিশ সোমবার পর্যন্ত ৩ জন‌কে‌ গ্রেফতার ক‌রে‌ছে। এসময় উপ-ক‌মিশনার আবু তোরাব মুহাম্মদ শামসুর রহমান আরো বলেন, মোবাইল ছিনতাই ও টাকা পয়সা লেন‌দেন এর বি‌রো‌ধের জে‌রে দুলাল মিয়া‌কে ছু‌ড়িকাঘাত ক‌রে হত্যা ক‌রে‌ছে ব‌লে গ্রেফতারকৃতরা প্রাথ‌মিকভা‌বে স্বীকার ক‌রে‌ছে।

গ্রেফতারকৃতরা হ‌লেন- ত‌রিকুল ইসলাম সাগর, খোকন মিয়া ও সা‌ব্বির হো‌সেন। তারা গাজীপু‌রের বি‌ভিন্ন এলাকায় বাসা ভাড়ায় বসবাস থাকতো।

জিএম‌পি’র উপ-ক‌মিশনার আবু তোরাব মুহাম্মদ শামসুর রহমান জানান, গ্রেফতারকৃত‌দের প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদ শে‌ষে গাজীপুর আদালতে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত চল‌ছে হত্যার সা‌থে আরও জ‌ড়িত‌দের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।