প্রকাশিত,১৫, নভেম্বর,২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
মো. রাজ্জাক শেখ নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি মানসিক ভাবে অসুস্থ। তার বয়স আনুমানিক ৯০ বছর। তার ছেলে মো. সাত্তার শেখ এই বিষয়ে জয়দেবপুর থানায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। যার নাম্বার ১৭০৬ তারিখ ৩১ অক্টোবর ২০২৩।
নিখোঁজ মো. রাজ্জাক শেখের বাড়ি পাবনা সদর থানার দোগাছী ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামে। তিনি গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর উত্তর পাড়া স্কুল সংলগ্ন ছেলে মো. সাত্তার শেখের বাড়িতে থাকতেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সোমবার সকাল ৮ টায় জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকা থেকে নিখোঁজ হন মো. রাজ্জাক। তিনি ভবানীপুর বাসা থেকে বাজারে যাতায়াতের সময় নিখোঁজ হন। সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি এবং এখনো খোঁজা অব্যাহত রেখেছে বলেও জিডিতে উল্লেখ করেন মো. রাজ্জাক শেখের ছেলে মো. সাত্তার শেখ।
নিখোঁজ মো. রাজ্জাক শেখের বিবরণ:
চুল : সাদা পাকা
চামড়ার রং : উজ্জ্বল
মাপ : ৫ ফুট ৬ ইঞ্চি
ওজন : ৭০ কেজি
অন্যান্য পরিচিতি: কথা বলতে অক্ষম
নিখোঁজ মো. রাজ্জাক শেখ কে কোন সহৃদয়বান ব্যক্তি খুঁজে পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন নিখোঁজের পরিবার বর্গ।
মোবাইল: ০১৭৭০৪৭৭৬৮৫(সাত্তার শেখ)
আপনার মতামত লিখুন :