নিউমার্কেট থানা পুলিশ কর্তৃক পেশাদার সিঁধেল চোর চক্রের সদস্য হিজরাসহ গ্রেফতার ৪


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-২৫, ৯:২৬ অপরাহ্ন /
নিউমার্কেট থানা পুলিশ কর্তৃক পেশাদার সিঁধেল চোর চক্রের সদস্য হিজরাসহ গ্রেফতার ৪

প্রকাশিত,২৫,ডিসেম্বর,২০২৩

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ

সাম্প্রতিক সময়ে ডিএমপি নিউমার্কেট থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিনুল ইসলাম নিউমার্কেট থানাধীন এলাকায় চুরি ছিনতাইসহ সকল ধরনের অপরাধ নিমূলে কাজ করেছেন প্রতিনিয়ত।

তারাই ধারাবাহিকতায় গত ২১ ডিসেম্বর ২৩ ইং রাত আনুমানিক ০২:৪৯ ঘটিকা হইতে রাত আনুমানিক ০৩:৫ ঘটিকা পর্যন্ত সিঁধেল চুরির ঘটনা ঘটে। চোরচক্র ঘটনাস্থল হতে নগদ ২৫ হাজার টাকা, ৫২৭৩ ইউএস ডলার এবং ৮০৪০ ইন্ডিয়ান রূপি চুরি করে নিয়ে যায়। উক্ত বিষয়ে ভিকটিম লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন ।মামলাটি রুজু হওয়ার পর ডিএমপি নিউমার্কেট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ পাভেল আহমেদ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা ও বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত আসামীকে সনাক্ত করেন।

এই বিষয়ে ডিএমপি নিউমৈর্কেট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,গ্রেফতারকৃত আসামীরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। চুরি করার পরপর তারা রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার বালিয়াকান্ডি চর থানা এলাকায় চলে যান।তথ্য প্রযুক্তির সহায়তায় গত ইং ২১ ডিসেম্বর ২০২৩ ইং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন চর দক্ষিণ বাড়ী সাকিনে অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত আসামী আসিফ হিজড়া (২২)ও তার সহযোগি আসামী আনোয়ারা অরফে আনুরী বেগম (৫০),মোছাঃ হালিমা বেগম ফালানী (৪৫)রাকিব উদ্দিন হৃদয় (২৪)দের’কে গ্রেফতার করেন।

তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামী আসিফ হিজড়া পেশাদার চোর তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাদিক চুরির মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চোরাই যাওয়া নগদ মোট ৯৪(চুরানব্বই হাজার) টাকাসহ ৫,২৭৩ (পাঁচ হাজার দুইশত তেয়াত্তর) ইউএস ডলার, ৮,০৪০/- (আট হাজার চল্লিশ) ইন্ডিয়ান রুপি উদ্ধার করেন।আটককৃত আসামীরা সংঘবদ্ধ পেশাদার সিধেঁল চোর।তাদের নামে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা এবং চোরাই যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।