নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-১১, ৯:২২ অপরাহ্ন /
নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শনিবার (১১ নভেম্বর) রাতে জাগো নিউজকে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, আমাদের পক্ষ থেকে কঠিন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের জানমাল রক্ষার জন্য আমাদের সব অফিসার বাইরে আছেন। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে জনগণের সহযোগিতা চেয়ে আমরা ২০ হাজার টাকা ঘোষণা করেছি। নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য আমরা দুজনকে পুরস্কার দিয়েছি।

চোরাগোপ্তা হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাসে আগুন দেওয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলা করছে নাশকতাকারীরা। হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া আছে।