প্রকাশিত,২০২৪
যশোর প্রতিনিধি ঃ
যশোর সরকারি এমএম কলেজে শিক্ষক পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী যদি সমগ্র দেশকে স্মার্টলি নেতৃত্ব দিতে পারেন, আমরা কেন নিজ নিজ কর্মক্ষেত্রকে স্মার্ট করতে পারবো না।
এসময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগীয় প্রধান প্রফেসর মদন কুমার সাহা ও অনুষ্ঠানের আহ্বায়ক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক শিরিনা খাতুন প্রমুখ।
মতবিনিময় ও আলোচনা সভা পর্বে কবিতা পড়ে শোনান সমাজবিজ্ঞান বিভাগের সহকারীধ্যাপক মাহবুবা সুলতানা, নারীর মর্যাদা উন্নতকরণ বিষয়ে আরো বক্তব্য দেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এফ. এম. আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শিরিন সুলতানা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল মমিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর ও প্রভাষক আজিজুর রহমান।
আপনার মতামত লিখুন :