প্রকাশিত,১৫, আগস্ট,২০২৩
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি পৌর কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়েছ।
মঙ্গলবার (১৫আগষ্ট) বিকেলে বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ক্লবটির আবৃত্তি শিক্ষক ও সাংবাদিক রুনা আমির’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড (বিএম) কলেজ’র ইংরেজি প্রভাষক, সুজন সুশাসনের জন্য নাগরিকে নলছিট’র সাধারণ সম্পাদক ও উপজেলা সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের আংশগ্রহনে আবৃত্তি, সংগীত ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সব শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগষ্টে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :