নলছিটি তালতলা কৃষি ব্যাংক’র হালখাতা উদযাপন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৫, ১:৫৯ অপরাহ্ন /
নলছিটি তালতলা কৃষি ব্যাংক’র হালখাতা উদযাপন।

প্রকাশিত,২৫, এপ্রিল,২০২৪

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ কৃষি ব্যাংক তালতলা বাজার শাখায় উদ্যোগে ১৪৩১ বঙ্গাব্দের হালখাতা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। (২৪ এপ্রিল) বুধবার ব্যাংকে দিনব্যাপী হালখাতা উপলক্ষে  ঋণ বিতরণসহ নানা কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠানে গ্রাহকরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। এসময় গ্রাহকরা পুরোনো ঋণ পরিশোধ করেন ও নতুন ঋন গ্রহন করেন। এ দিন বিকেবি তালতলা বাজার শাখা প্রায় ৪০ লক্ষ টাকা ঋণ আদায় হয় এবং ১০ জন কৃষকের মাঝে ঋণ বিতরণ করা হয়। 

তবে ঋণ বিতরণ কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

তালতলা বাজার শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম’র সভাপতিত্বে হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেবি বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মাহবুব।  উপস্থিত ছিলেন ঝালকাঠির মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোহাইমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, কৃষকসহ নানা শ্রেণীপেষার মানুষ।