নলছিটি কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে সার-বীজ বিতরণ ।


deshsomoy প্রকাশের সময় : ২০২২-০৬-৩০, ১১:১০ অপরাহ্ন /
নলছিটি কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে সার-বীজ বিতরণ ।

প্রকাশিত,৩০, জুন,২০২২

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে ২০২১-২২ অর্থ বছরে খরিফ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নলছিটি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান।সভায় সভাপতিত্বে করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান মিলি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা আলী আহমেদ।

সভায় উপজেলার ৬৫০ জন প্রন্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের উবশি জাতের বীজ ও সার বিতরণ করা হয়।