নলছিটি উপজেলা চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন খান সেলিম বিজয়ী।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২২, ১:০৭ অপরাহ্ন /
নলছিটি উপজেলা চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন খান সেলিম বিজয়ী।

প্রকাশিত, ২২,মে,২০২৪

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদ নির্বাচনে মটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. সালাহ উদ্দিন খান সেলিম। তার প্রাপ্ত ভোট ২৩ হাজার ৯৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকে তছলিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৬ হাজার ৭৮৪ ভোট। এছাড়া জি.কে মোস্তাফিজুর রহমান দোয়ত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ২৬৭ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বই প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মনিরুজ্জামান মনির। তিনি পেয়েছেন ২২ হাজার ২৮৩ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বি তালা প্রতীক নিয়ে বদরুল আলম পেয়েছেন ১৩ হাজার ৪৩৯ ভোট। এছাড়া চশমা প্রতীক নিয়ে জেএম হাতেম পেয়েছেন ৭ হাজার ২৭২ ভোট, মো: হানিফ হাওলাদার টিয়া পাখি প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৮৭ ভোট, শরীফ মিজানুর রহমান লালন টিওবয়েল প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩০৯ ভোট, মো: মফিজুর রহমান শাহিন মাইক প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২৪ ভোট।

অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আয়শা আক্তার রিনা। তিনি পেয়েছেন ২৪ হাজার ৫৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রজাপতি প্রতীক নিয়ে মোর্শেদা বেগম পেয়েছেন ১৪ হাজার ২২ ভোট, জাকিয়া খাতুন সীমা ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩৪৪ ভোট, দিলরুবা মাহমুদ হাস প্রতিক নিয়ে পেয়েছেন ৭ হাজার ২১৫ ভোট, নাছিমা আক্তার পদ্দফুল প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭৩৩ ভোট। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।