প্রকাশিত,০৬,মে,২০২৪
আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ
“বেঁচে থাকলে পেনশন পাওয়া যাবে আজীবন, মারা গেলে ১৫ বছরে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কীম শীর্ষক অবহিতকরণ বিষয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ মে ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিন শেষে উপজেলা অডিটরিয়ামে এসে এক আলেচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান।অনান্যদের মধ্যে পৌরসভার মেয়র আ: ওয়াহেদ খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সমাপ্তি রায়, নলছিটি থান অফিসার ইনচার্জ মো: মুরাদ আলী, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, ইউএফও মো: আল আমিন মোল্যাসহ ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, শিক্ষক সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বত্তারা সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে আলোচনা করেন ও এর সকল সুযোগ সুবিধার বিষয় তুলেধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: বদরুল আমিন।
আপনার মতামত লিখুন :