প্রকাশিত, ১৮ জানুয়ারি, ২০২১
আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে উপজেলা সুজন- সুশাসনের জন্য নাগরিক’র উদ্যোগে আসন্ন নলছিটি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থীদেরকে নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান’র আয়োজন করা হয়।
উপজেলা সুজন’র সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন’র উপস্থাপনা ও পরিচালনায় ও সভাপতি খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারঃ) মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ওসি আলী আহম্মেদ, সহকারি রিটার্নিং অফিসার মোঃ আরিফুর রহমান,জেলা সুজন’র সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র বরিশাল বিভাগের কো-অর্ডিনেটর মেহের আফরোজ মিতা, ইন্সপেক্টর তদন্ত আঃ হালিম তালুকদার প্রমুখ।
মুখোমুখি অনুষ্ঠানে আ’লীগ মনোনীত প্রার্থী ওয়াহেদ কবির খান ও বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান অংশ নিয়ে ভোটারদের কাছে তাদের নির্বাচনি ইশতেহার তুলে ধরেন ও প্রার্থিদের নানা প্রশ্নের উত্তর দেন।
এসময় বিভিন্ন ওয়ার্ড’র কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদ প্রার্থী, শিক্ষক, সাংবাদিক সহ প্রায় ২ শতাধিক ভোটার উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :