প্রকাশিত,০৬,নভেম্বর
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অথায়নে ও মিতু সেতু চেরিট্যাবেল সোসাইটির উদ্যোগে বিণামূল্যে গাভী ও মা ছাগল বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়ানের আমতলী,কাটাখালী ও রাজাবাড়িয়া গ্রামে ৫জন হতদরিদ্রের মাঝে ১টি করে গাভি ও অপর ১২জনকে বিনামূল্যে ২টি করে মা ছাগল প্রদান করা হয়েছে।
মিতু সেতু এডুকেশন এন্ড চেরিট্যাবেল সোসাইটি হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আকন। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়র অফিসার মোঃ এনামুল হক। বিশষ অথিতি ছিলেন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রিপন কুমার চট্রোপাধ্যয়। এসময় উপকার ভোগী ছাড়াও সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :