প্রকাশিত,১৩,জানুয়ারি
ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটিতে পি এফ জি আয়োজনে সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা সোমবার ( ১৩ জানুয়ারী) সকাল ১০টায় নলছিটি উপজেলার কুলকাঠি পঞ্চগ্রাম পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির কার্যালয় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিএফজি নলছিটি’র কো অডিনেটর সাংবাদিক মো. খলিলুর রহমান মৃধা।
সভার শুরুতে স্বাগত বক্তব্যা রাখেন দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।সৌহার্দ্য সামাজিক সম্প্রীতি নলছিটির কুলকাঠি ইউনিয়ন গড়ার লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় আলোচনায় অংশ নেন দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ বরিশাল অঞ্চলের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. মনিবুল হাসান,পিচ এম্বাসেডর মো. আমির হোসেন, নাছিমা কামাল ও হাদি উজ্জামান প্রমূখ।
এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ,নারী নেত্রী সহ ২৫ জন অতিথি অংশ নেন। রাজনৈতিক পরিস্থিতি সহিংসতা প্রতিরোধ, নির্বাচন সংস্কার, স্থানীয় দ্বন্দ নিরসন সহ বিভিন্ন ইস্যুনিয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :