প্রকাশিত,১৬, জানুয়ারি,২০২৪
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
সর্বত্র সহিংসতার বিরুদ্ধে মানুষ- এই শ্লোগানকে সমনে রেখে ঝালকাঠির নলছিটিতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে পিএফজির সদস্যদের নিয়ে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
,মঙ্গলবার(১৬ জানুয়ারি) সকালে চায়না মাঠ সড়ক ফিরোজা আমু সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগারের কার্যালয় অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন পিএফজি নলছিটি উপজেলার কো অডিনেটর ও এনজিও ব্যক্তিত্ব সাংবাদিক মো: খলিলুর রহমান মৃধা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান। এ ছাড়াও বক্তব্য রাখেন , নলছিটি পৌর কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম খান, কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর,নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার,
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: সেলিম গাজী, জাতীয় পার্টির নলছিটি উপজেলার সাধারন সম্পাদক সুলতান আকন,নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু,নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান, গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস,সরকারী নলছিটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সামসুল আলম বাহার, প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, নলছিটি প্রেস ক্লাবের সভাপতি এনায়েত করিম মিঠু, নলছিটি রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন মনু, সুজন সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো: আমির হোসেন প্রমূখ।
এছাড়াও, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নারী নেত্রী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
আপনার মতামত লিখুন :