নল‌ছি‌টি‌তে কে‌মিস্ট অ্যান্ড ড্রা‌গিস্ট স‌মি‌তির কমিটি গঠিত বাদল সভাপতি, প্রিন্স সম্পাদক।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-২৬, ৫:৪০ অপরাহ্ন /
নল‌ছি‌টি‌তে কে‌মিস্ট অ্যান্ড ড্রা‌গিস্ট স‌মি‌তির কমিটি গঠিত বাদল সভাপতি, প্রিন্স সম্পাদক।

প্রকাশিত,২৬,অক্টোবর

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

বাংলা‌দেশ কে‌মিস্ট অ্যান্ড ড্রা‌গিস্ট স‌মি‌তি (বিসিডিএস)’র ঝালকাঠির নল‌ছি‌টি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নাজমুল হায়দার খান বাদল সভাপতি ও এমএইচ প্রিন্স‌কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শ‌নিবার (২৬ অ‌ক্টোবর) সকাল সা‌ড়ে ৯টায় পুরাতন পোষ্ট অ‌ফিস রোডস্থ উপ‌জেলা কে‌মিষ্ট আ‌্যান্ড ড্রা‌গিষ্ট স‌মি‌তির অস্থায়ী কার্যাল‌য়ে বি‌সি‌ডিএস`র সকল সদস‌্যদের নি‌য়ে এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

উপ‌স্থিত সদস‌্যদের কন্ঠ‌ভো‌টে বিনা প্রতিদ্বন্ধীতায় সর্বসম্মতিক্রমে নাজমুল হায়দার বাদল সভাপ‌তি নির্বা‌চিত হন।পরবর্তী‌তে সম্পাদক পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা ক‌রেন। এরা হলেন মো. স‌ফিকুল খান ফ‌রিদ, মো. না‌সিম সর্দার, মো. রুহুল আ‌মিন ও এমএইচ প্রিন্স। গনতা‌ন্ত্রিক পদ্ধ‌তি‌তে ভো‌টের মাধ‌্যমে এমএইচ প্রিন্স সম্পাদক নির্বাচিত হন। বাংলা‌দেশ কে‌মিস্ট অ্যান্ড ড্রা‌গিস্ট স‌মি‌তি ২০২৪-২০২৫ ইং মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।