প্রকাশিত,১৪,মে,২০২৪
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
আগামী ২১ মে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের একই মঞ্চে এনে জনগণের মুখোমুখি প্রশ্নের উত্তর ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নলছিটি উপজেলা হল রুমে সোমবার সকাল ১০ টায় বেসরকারি প্রতিষ্ঠান পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নলছিটি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
হাঙ্গার প্রজেক্ট বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক মেহের আফরোজ মিতা ও মাষ্টার ট্রেইনার প্রভাষক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আঃ ওয়াহেদ খান।
পিএফজির নলছিটি শাখার কো-অর্ডিনেটর মো: খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে ঢাকা জেলা সমন্বায়ক মায়মুনা আক্তার রুবিসহ উপজেলার নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ করে প্রার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন ও পদপ্রার্থীরা তাদের প্রশ্নের উত্তর দেন।
নলছিটি উপজেলার ৭০টি ভোটকেন্দ্রে ১লক্ষ ৬৫ হাজার ৪ শত ৬৮ জন ভোটার ৩ জন চেয়ারম্যান ৬ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণকারী দের ভোট প্রধান করবে।
আপনার মতামত লিখুন :