‘ প্রকাশিত,১৬,অক্টোবর
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:
‘দুর্যোগে নারীর সুরক্ষায় দরকার সচেতনতা সৃষ্টি এবং সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে মঙ্গলবার (১৫ অক্টোবর )সকাল ১১ টায় নলছিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস-২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ও নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো: খলিলুর রহমান মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার সাবেক সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নুরুন্নাহার আক্তার ( রুবিনা),উপজেলা জাতীয় মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ এর ইউথ লিডার ও সারদল দু:স্থ মহিলা কল্যান সমিতির সভানেত্রী জান্নাতুল মাওয়া।
এ ছাড়াও বক্তব্য রাখেন দপদপিয়া ইউনিয়নেন সাবেক মহিলা মেম্বার আফসানা আক্তার,হাসনা হেনা মহিলা কল্যান সংস্থার সভানেত্রী সোনিয়া আক্তার আরজু,নারী নেত্রী আফসানা রুবি,নিশি আক্তার, শাব নুর, সুরাইয়া আক্তার, সাহিদা ও শারমিন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলের জেলা গুলোর মধ্যে ঝালকাঠি জেলাটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা।সাম্প্রতিক বন্যা রিমালের আঘাতে নারীদের শারিরীক,আর্থিক ও মানসিক ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।পয়ঃনিস্কাশন ও বিশুদ্ধ পানির তিব্র অভাব ছিল। বন্যার পানি ঘরের ভেতর প্রবেশ করায় রান্না বান্না বন্ধ ছিল।অন্তঃসত্ত্বা মা দের সীমাহীন দুর্ভোগের অস্বীকার হতে হয়েছিল।তাঁদের শিশু সন্তান পরিবার পরিজন নিয়ে না খেয়ে দিন কাটিয়েছেন ব’লে বক্তব্যে তুলে ধরেন। সরকারের কাছে নারীর সুরক্ষায় কাজ করার দাবি জানিয়েছেন। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগীতায় ছিলেন নলছিটি মডেল সোসাইটি, সারদল দুস্থ মহিলা কল্যাণ সমিতি,হাসনা হেনা মহিলা কল্যান সংস্থা ও অনুরাগ মহিলা ও শিশু কল্যাণ সংস্থা। অনুষ্ঠান শেষে নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ঝালকাঠি জেলার গ্রামীণ নারীদেরকে ধাত্রী মাতা,রত্নগর্ভা মা,বীজ সংরক্ষনকারী,স্থানীয় সরকার প্রতিনিধি, অন্যায়ের প্রতিবাদকারী সহ জেলার ৫ জন শ্রেস্ঠ নারীকে সম্মাননা পত্র প্রদান করে পুরস্কারে ভূষিত করা হয়।
আপনার মতামত লিখুন :