প্রকাশিত,০২,ডইসএম্বর,২০২৩
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপরে সহিংসতার আশংঙ্কা: প্রতিরোধ গড়ুন প্রতিবাদ করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় নলছিটি বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্তরে নারীপক্ষের অধিকার এখানে, এখনই(RHRN-2) প্রকল্প এর উদ্দোগে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) উদ্যোগে এক নারী সমাবেশ আয়োজন করা হয়।
সাংবাদিক ও প্রভাষক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোর্সেদা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কৃষি কর্মকর্তা মোঃ মহসিন হাওলাদার, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা, মিতু সেতু চেরিট্যাবেল সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুজ্জামান আকন প্রমুখ।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল।
আপনার মতামত লিখুন :