প্রকাশিত,২১, এপ্রিল,২০২৪
মোঃ কামরুজ্জামান সৌরভ
দিনাজপুর খানসামা উপজেলা প্রতিনিধিঃ
ভারতের কঠোর গ্রাম পঞ্চায়েত নীতিও হার মেনেছে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের হাজীপাড়া জামে মসজিদের মসজিদ কমিটি ও কয়েকটি পরিবারের কাছে।উক্ত পাড়ায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একটি পরিবারকে বয়কটের এবং অন্যান্য পরিবারের সাথে সবরকম যোগাযোগ এমনকি ভুক্তভোগীর বাড়িতে ইফতারি দাওয়াত খাওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।জানা যায় যে, উক্ত পাড়ার মোঃ শহিদুল ইসলাম (অধ্যক্ষ), মোঃ ফজলুল হক ও মোঃ আজগার আলী এর যোগসাজসে সভাপতি মোঃ আব্দুল মালেককে প্ররোচিত করে গত ২৫/০৮/২০২৩ খ্রিঃ জুম্মার সালাতান্তে বয়কটের ঘোষণা দিলে কতিপয় সচেতন, ধর্মভীরু ও নিরপেক্ষ লোক বাধা প্রদান করলেও ইসলামী শরিয়ত ও সাংবিধানিক আইনের কোনরকম তোয়াক্কা না করে উদ্দেশ্যপ্রনোদিত সিদ্ধান্তে অবিচল থাকেন ।এমনকি উক্ত পরিবারের সকল সদস্যকে মসজিদে সালাত আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করেন।গত ০৩/০৪/২৪ খ্রিঃ ভুক্তভোগীর বাবা মসজিদে ফজরের সালাত আদায় করতে গেলে বাকবিতন্ডা শুরু হলে মোঃ ফজলুল হক ও মোঃ ফয়জার রহমান উভয়ের পিতা মৃত আবুবক্কর সিদ্দিক, আজগার আলী, মমতাজ আলী ও নাজমুল হক সকলের পিতা মৃত আছির উদ্দিন, মোঃ আব্দুর রহিম পিতা মৃত পাখার আলী, নাহিদ ইসলাম পিতা মোঃ আব্দুর রহিম, রিফাত হোসেন পিতা ফয়জার রহমান সহ আরো দশ পনেরো জন লাঠিসোঠা ও ইট পাটকেল নিয়ে ভুক্তভোগী পরিবারকে মারতে আসেন বলে জানা যায়।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, উক্ত পরিবারের সাথে জমিজমা নিয়ে আজগার আলী গং এর দীর্ঘদিন যাবৎ ঝগড়া বিবাদ চলে আসছে।এতে কিছু স্বার্থান্বেষী পরিবার যোগ দিয়ে উক্ত পরিবারের প্রতি জুলুম, নির্যাতন ও অত্যাচার চালিয়ে যাচ্ছে।
এমতাবস্থায় পরিবারটির স্বাধীনভাবে বসবাস ও সুষ্ঠুভাবে ধর্ম চর্চার জন্য স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও সমাজসেবা অধিদপ্তরের সহায়তা একান্ত প্রয়োজন বলে মনে করছেন এলাকার শান্তিপ্রিয় মানুষজন।
আপনার মতামত লিখুন :