নতুন সরকার গঠন হলেও দেশে নানা রকম সংকট : নূর,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-৩০, ৯:০৬ অপরাহ্ন /
নতুন সরকার গঠন হলেও দেশে নানা রকম সংকট : নূর,

প্রকাশিত,৩০,নভেম্বর

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

নতুন সরকার গঠিত হলেও এতোদিনেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই। যার কারণে নানা সংকট তৈরি হয়। রাজনৈতিক দলগুলোকে তাই বিভিন্ন বিষয় ভূমিকা রাখতে হয় বলে মন্তব্য করেছেন, গন অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।

গতকাল ২৯ নভেম্বর বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের হাজি কেরামত আলী ডিগ্রি কলেজ মাঠে চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের পতন হয়ে নতুন সরকার গঠন হলেও দেশে নানা রকম সংকট – অস্থিরতা আছে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি ভাবে আওয়ামী লীগ দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ হবে। সরকার বিচার বিভাগের মধ্যে নির্বাহী আদেশের মাধ্যমে সে পদক্ষেপ নিবে।

পটপরিবর্তনের ফলে দেশের মানুষ নতুন নতুন স্বপ্ন দেখছে। আগামীর বাংলাদেশকে তাই নিজের মতো করে বির্নিমাণ করতে চাচ্ছে। মানুষ চায় বিগত সরকারের আমলে যেমন দেশ চলছে আগামীর বাংলাদেশ যেন তেমন না চলে’।

তিনি আরও বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ভিপি হয়ে সারাদেশের ছাত্র ও তরুণদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে গড়ে তুলতে কাজ করেছি।

এর ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের ফলে সৈরাচার সরকারের পতন হয়েছে। আগামীতে এরকম কোন স্বৈরসাশন গড়ে উঠুক এমনটা চাই না। দলীয় লোক ছাড়া বিচার পাবে না, সুযোগ সুবিধা পাবে না, এমন পরিস্থিতি আর যেন গড়ে উঠতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

আর সে জন্য প্রকৃত অর্থে আগামীর গনতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। নিজেদের আপোষহীন লড়াই সংগ্রামের কারণে আজ সারাদেশের ন্যায় আন্তর্জাতিক ভাবে আমাদের একটি অবস্থান তৈরি হয়েছে’।

গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক হাফিজুর রহমান (শোয়েব মাস্টার) এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য শফিকুল ইসলাম ফাহিম, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির মুন্সি, বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাঈম, নূর এর পিতা ইদ্রিস হাওলাদার এবং তাঁর শশুর হাতেম মাস্টার, শিক্ষক আ: হালিম মিয়া, চরকাজল ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহবায়ক আনিস দফাদার, চরবিশ্বাস গণ অধিকার পরিষদের সমন্বয়ক মো. জুয়েল হাওলাদার, সাবেক এনএসআই সদস্য মো. মকবুল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. কুদ্দুস মোল্লা, ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. মোহেবুল্লাহ এনিম সহ উপজেলা, চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।