নতুন ওসিকে বরণ ও শেরেবাংলা নগর থানার বিদায়ী ওসিকে সংবর্ধনা ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১১, ১:২৫ অপরাহ্ন /
নতুন ওসিকে বরণ ও  শেরেবাংলা নগর থানার বিদায়ী ওসিকে সংবর্ধনা ।

প্রকাশিত,১১,সডিসেম্বর,২০২৩

মারুফ সরকার,সিনিয়র রিপোর্টারঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)তেজঁগাও বিভাগের আওতাধীন শেরেবাংলা নগর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল আহাদ’কে বরণ ও সদ্য বিদায়ী ওসি উৎপল বড়ুয়া’কে রবিবার (১০ ডিসেম্বর ) রাত ৯ ঘটিকার সময় শেরেবাংলা নগর থানার মিলনায়তনে জমকালো আয়োজনে
থানার সকল অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে বিদায়ী ওসি উৎপল বড়ুয়া’কে সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবাইয়াত জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃইমরান,শেরেবাংলা নগর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ আব্দুল আহাদ,
শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর(তদন্ত)সজীব দে,ইন্সপেক্টর(অপরেশন)রেজাউল করিম।ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)মোশারফ হোসেন,শেরেবাংলা নগর থানার
এসআই,মোঃমামুন,মোঃজাফর,মোঃইমরান,এএসআই হুমায়নসহ থানার সকল পুলিশ কর্মকর্তা প্রমূখ।

এসময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সদ্য বিদায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)উৎপল বড়ুয়া। সর্বশেষ বক্তব্য নবাগত ওসি আব্দুল আহাদ বলেন,আমি শেরেবাংলা নগর থানার মানুষের সেবা করতে এসেছি।আমি সেবক হতে চাই, তাই সকল শ্রেনী-পেশার মানুষ ও মিডিয়া কর্মীদের সহযোগিতা চাই।তিনি আরো বলেন,যে কোন সেবা প্রার্থীদেরকে সরাসরি থানায় যোগাযোগ করার অনুরোধ করছি।
পুরো অনুষ্ঠান জুঁড়ে মনোমুগ্ধকর সঞ্চালনা করেছেন শেরেবাংলা নগর থানায় কর্মরত চৌকস পুলিশ কর্মকর্তা এসআই মোঃ আকতারুজ্জামান(আকতার)।