প্রকাশিত, ৯ জানুয়ারি, ২০২১
প্রিয়ন্ত দাস পিউ ( নীলফামারী ) প্রতিনিধি ঃ
,মোগল সম্রাট আমলের ও ভারতীয় উপমহাদেশীয় এবং বাংলাদেশ এর সবচেয়ে বড় ও পুরনো রেল কারখানা সৈয়দপুর রেল কারখানা ,এটি ১৮৭০ সালে ১০০ শত জমির উপর নীলফামারীর সৈয়দপুরে তৈরি হয় যেখানে এক সময় রেলের সবধরনের যন্ত্রপাতি তৈরি হত এবং রেলের ইন্জিল ও বগিও তৈরি হত কিন্তু কালের বির্তনে সেটি এসময় নষ্ট হতে চলছিল সেখানে কিছুই তৈরি করা হত না শুধু চলতো বগি ও ইন্জিল মেরামতের কাজ আর যে দুটি রোবট ছিল তার ও একটি অচল হয়ে পড়ে ছিল কিন্তু যখন আওয়ামীলীগ সরকার রাষ্ট্র পরিচলনা শুরু করে তখন এই কারখানাটি নিয়ে অনেক পরিকল্পনা গ্রহন করেন এই সরকার আর তারেই পেক্খিতে এই কারখানাটি এখন নতুন রুপে চলতে শুরু করেছে এবং নতুন নতুন বগি, ইন্জিল, ও যান্ত্রপাতি এখন তৈরি হচেছ এখানে