নকলা নাশকতা মামলায় যুবদল নেতা গ্রেফতার ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-২২, ৯:৩৪ অপরাহ্ন /
নকলা নাশকতা মামলায় যুবদল নেতা গ্রেফতার ।

প্রকাশিত,২২, নভেম্বর,২০২৩

খন্দকার জসিম উদ্দিন শেরপুর নকলা প্রতিনিধিঃ

শেরপুর নকলা নাশকতার মামলায় ৫ নং বানেশ্বর্দী  ইউনিয়ন  যুবদলের  যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান রিপন (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। ২২ নভেম্বর বুধবার  দুপুরে উপজেলার থানা এলাকায়  চন্দ্রকোনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসাদুজ্জামান রিপন ৫ নং বানেশ্বদী ইউনিয়নের  মোছারচর গ্রামের হুরমুজ আলির ছেলে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন নকলা  থানার  ওসি মো: আব্দুল কাদের মিয়া ।

ওসি মো:আব্দুল কাদের বলেন, আইনি প্রক্রিয়া শেষে ২৩ নভেম্বর  বৃহস্পতিবার  তাকে আদালতে সোপর্দ করা হবে।