ধর্ষণ মামলার জের ধরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে মা মেয়ে ছেলেকে পুড়িয়ে মারার হত্যাচেষ্টা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-০৮, ৬:৩৬ অপরাহ্ন /
ধর্ষণ মামলার জের ধরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে মা মেয়ে ছেলেকে পুড়িয়ে মারার হত্যাচেষ্টা।

প্রকাশিত,০৮,জানুয়ারি

মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

চিরির বন্দর উপজেলার ১নং নশরতপুর ইউনিয়ন বসির মেম্বার পাড়ায় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টা।
দিনাজপুরের চিরির বন্দর উপজেলার ১নং নশরতপুর ইউনিয়নের বসির মেম্বার পাড়ায় ঘরের বাইরে চতুর দিকে খড় দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যারচেষ্টা করে বলে জানাযায় ঘটনাটি ঘটে ৭,জানুয়ারি মঙ্গলবার দিনগত রাতে ১নং নশরতপুর ইউনিয়নের বসির মেম্বার পাড়ায় মৃত মফুর উদ্দীন এর বসত ঘরে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মৃত মফুর উদ্দীনের স্ত্রী ফাতেমা বেগম এর সঙ্গে কথা বলে জানাযায় দীর্ঘদিন ধরে তার মেয়ে মাফুজা আক্তারের (১৫) এর সাথে জোর পূর্বক শারিরীক সম্পর্ক করে একই পাড়ার হিন্দু ধর্মের রুকন পাল(কালু) ৩৫
পিতা মৃত নির্মল পাল,
এবিষয়ে মাহফুজা আক্তারের সাথে কথা বললে মাহফুজা আক্তার বলেন আমার বাবা নেই মা আমি এবং আমার ছোট সরকারের দেয়া একটি ঘরে বসবাস করি আমাদের খাবার জোগাতে আমার মা মানুষের দ্বারে দ্বারে ছোয়াল করে আমি বাড়িতে বসে না থেকে বাড়ির সামনেই কুমারের কাজে সহযোগিতা করি সেখান থেকে আমিও কিছু পয়সা পাই
অনেকদিন ধরে মৃত নির্মলের ছেলে রুকন পাল (কালু) আমাকে প্রেমের প্রস্তাব দেন আমি তার প্রস্তাবে রাজি হয়নি রাজি না হওয়ায় রুকন পাল (কালু)
আমাকে বিভিন্ন ভয়-ভীতি দেখায় এবং আমার মাকে মারার হুমকি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে শারীরিক নির্যাতন করে রুকন পাল (কালু)
কয়েকবার শারীরিক নির্যাতনের পর গত ১৪ ডিসেম্বর ২০২৪ আমি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি।
তারপর রুকন পাল পালিয়ে যায়।
আমার গায়ের করা মামলার আক্রোশে
আমার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আমি আমার মা এবং ছোট ভাইকে সহ পুড়িয়ে হত্যা করার চেষ্টাকরে তারা।
আগুন লাগা টের পেয়ে আমার মায়ের সোর চিৎকারে আমি আমার ছোট ভাইসহ ঘর থেকে বেরিয়ে আমরাও চিৎকার করি
পরে আশ পাশের প্রতিবেশিরা এসে আগুন নিভিয়ে দেয় তবে আগুনে আমাদের গায়ে দেয়া কম্বল চাদর সহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

মামলার জের ধরে ঘরের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে আমাদের তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে জানায় মাহফুজা আক্তার।