প্রকাশিত, ৩১ জানুয়ারি, ২০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
আপষহীন কলম সৈনিক দৈনিক প্রথম আলো প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ ভাইয়ের,আজ শুভ জন্মদিন। ধর্মপাশা উপজেলার প্রেসক্লাবের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
উপজেলার প্রতেক টা সংবাদ গুরুত্ব সাথে উঠে আসে উনার কলমের মধ্যে দিয়ে,উঠে আসে হাওরের বেহাল দশা কৃষকের সংবাদ পরিবেশনে অন্যতম ভূমিকা পালন করে থাকেন। তাই হাওর অঞ্চলের মানুষ উনাকে কৃষক বান্ধব সালেহ ভাই বলে ডাকে। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে পাঠানো পর্যন্ত নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করে থাকেন।
উপজেলায় সাংবাদিকের দায়িত্ব পালনে,বলিষ্ঠ ভুমিকা রেখে চলছেন , সালেহ আহমেদ ভাই।
স্পষ্ট বাসী ও অাপোষহীন এই কলম সৈনিকের দৃর্ঘীয়ু কামনা করছি।
আপনার মতামত লিখুন :