প্রকাশিত,০৩, অক্টোবর,২০২৩
মনোয়ার হোসেন মজুমদার, ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নেন সুনই গ্রামের সামনের সড়ক থেকে আজ মঙ্গলবার সকালে দুটি হ্যান্ডট্রলি ও ৫০ কেজি ওজনের ৯০বস্তা ভারতীয় চিনি জব্দ করা হযেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযেগে চারজন চোরাইকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর বলেন,শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ভারতীয়চিনি দুটি হ্যান্ডট্রলিতে করে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের সামনের সড়ক দিয়ে ধর্মপাশায় নিয়ে আসা হচ্ছে।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সুনই গ্রামের সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় দুটি হ্যানডট্রলির মধ্যে থাকা ৫০কেজি ওজনের ৯০বস্তা ভারতীয় চিনিসহ দুটি হ্যান্ডট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় মোহনগঞ্জ উপজেলার নাগডরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে এরশাদ (৩৭), দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ আবুল কাউছার (৪০), কাইজাহাটি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মোঃ হেলাল মিয়া (৫০) ও ধর্মপাশা উপজেলার ফাতেমানগর গ্রামরর মো.রাজ আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৭)কে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :