ধর্মপাশায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-১৯, ৭:১৪ অপরাহ্ন /
ধর্মপাশায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত,১৯, অক্টোবর,২০২৩

মনোয়ার হোসেন মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ এই সভায় অংশ নেয়। ভারপ্রাপ্ত ইউএনও অলিদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো.জসীম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন প্রমুখ।