প্রকাশিত,০৪, নভেম্বর,২০২৩
মনোয়ার হোসেন মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চলতি বছরে প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হওয়ায় ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদেরকে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক
বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজক কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। কমিটির আহ্বায়ক ও ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি শামীম আহমেদ বিলকিসের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্ন্দ্র দাস। বক্তব্য দেন ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, ঢুলপুসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীউল কিবরিয়া, নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক প্রমুখ।