প্রকাশিত,০১, অক্টোবর,২০২৩
মনোয়ার হোসেন মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাগবাড়ী নোয়াগাঁও গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে রবিবার দুপুরে আফতাব হোসেন ওরফে আক্তার হোসেন (৪৫)নামের এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এসআই আমিনুর রহমান বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাগবাড়ী নোযাগাঁও গ্রামের বাসিন্দা আফতাব হোসেন ওরফে আক্তার হোসেন বেশ কয়েকমাস ধরে স্ত্রী সন্তান নিয়ে গাজীপুরের টঙ্গী এলকায় বসবাস করে আসছেন।
৪/৫দিন আগে তিনি নিজ বাড়িতে আসেন। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে একই গ্রামের দিনমজুর রায়হান মিয়া (৬০) অন্যের বাড়িতে আফতাবকে কাজে নিয়ে যাওযার জন্য তারদ বসতঘরে সামনে আসেন। এক পর্যায়ে দরজা খুলে বসতঘরের আঁড়ের সঙ্গে গলায় গামছা পেঁছানো অবস্থায় আফতাবের ঝুলন্ত লাশ দেখতে পান। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই লাশটি উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।