প্রকাশিত,২৮,জুন, ২০২৪
মনোয়ার হোসেন মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা গত ১৮এপ্রিল স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এতে এই পদটি শূন্য হয়। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২৭জুলাই অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যানের শূন্য পদে উপ নির্বাচনের তফসীল অনুয়ায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময়সীমা ৪জুলাই ও মনোনয়ন পত্র বাছাই ৫ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহার ১০জুলাই, প্রতীক বরাদ্দ ১১জুলাই ও ২৭জুলাই ইভিএমের মাধ্যমে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নে ভোটার সংখ্যা ১৪হাজার ২১৫জন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসীল সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পেয়েছি। স্থানীয়ভাবে বিজ্ঞপ্তি জারি করেছি। রবিবার থেকে চেয়ারম্যান পদে ইচ্ছুক প্রার্থীরা আমাদের কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন।#
আপনার মতামত লিখুন :