প্রকাশিত, ১৪,আগস্ট
রাকিবুল হাসান(রকি)
শিবচর প্রতিনিধি:
স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক শ্রেণির দুর্বৃত্ত ছাত্র-জনতার গৌরবময় অর্জনকে ধ্বংস করার জন্য ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করছে। এই গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করে যাচ্ছে। পতনের পর আওয়ামী লীগ দিশেহারা হয়ে এখন নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এসব হীন চক্রান্তে লিপ্ত থাকার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার পাঁচ্চর মোল্লা বাজার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা এসব কথা বলেন।
তিনি বলেছেন, সাহসী ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশ আরেকটি বিজয় দেখল। কিন্তু এই বিজয়কে ম্লান করতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এ ব্যাপারে সতর্ক থেকে ওই চক্রান্ত প্রতিহত করতে দলের নেতা-কর্মীদের সচেতন থাকতে হবে।
শাজাহান মোল্লা বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকুক এটা আমি চাই। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদী, অন্যায় কেউ করুক এটা আমি চাই না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে স্বৈরশাসক শেখ হাসিনা সরকার আমাকে দেশান্তর করে দিয়েছিল। আমি বিভিন্ন দেশে দীর্ঘ ১১ বছর কাটিয়েছি। স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা জনাব তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন দেশে যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি না হয়। আপনারা সকলে জনগনের পাশে দাড়ান। তার নির্দেশনা মোতাবেক আমি শিবচরে এসে গ্রামে গ্রামে খোঁজ নিচ্ছি যাতে কোনো হামলা, ভাংচুর শিকার না হয়।
তিনি আরো বলেন, পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এ খুনি সরকারের দেশের যেসব মানুষের গুম, খুন হয়েছে এ বিরুদ্ধে মামলা করে সঠিক বিচার করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মো.খলিল মোল্লা, মো. রতন মোল্লা, আলীম নিরবল, স্বপন মোল্লা, রিপন মোল্লা, তপন মোল্লা, সেলিম মোল্লা অন্যান্য ব্যক্তিবর্গ।