মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে বসবাসরত এবং বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল -আযাহার শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান।
তিনি বলেন আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযাহা।
মহান আল্লাহ যেন আমাদের কুরবানি”কে কবুল করে। পবিত্র ঈদুল আযাহার খুঁশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হয়।
ঈদুল - আযাহার পশু কুরবানীর মধ্যমে নিজেদে পশুত্বকে কুরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা হচ্ছে ঈদুল -আযাহার প্রকৃত শিক্ষা।
কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান বলেন আমার কালীগঞ্জ উপজেলার জনগনকে জানাই অগ্রীম ঈদুল আযাহার অগ্রীম শুভেচ্ছা, ও শুভকামনা জানাই আপনারা আমাদের সরকারের পক্ষ থেকে উন্নয়ন মূলক কাজের সাথে সামিল হন।
জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বীতে দেশ এগিয়ে যাচ্ছে বাংলার জনপথের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অনেক অগ্রগতি হয়েছে। বঙ্গবন্ধুর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনার নেতৃত্বে আবার একযোগে ঐক্য বদ্ধ হয়ে কাঁধ কাঁদ মিলিয়ে কাজ করতে হবে।
কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন
পবিত্র ঈদুল আযাহার উপলক্ষে সারাবিশ্বের মুসলিম উম্মাকে
জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।