দেওয়ানগঞ্জ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এর সংবর্ধনা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২৩, ৮:৩৮ অপরাহ্ন /
দেওয়ানগঞ্জ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এর সংবর্ধনা।

প্রকাশিত, ২৩,মে,২০২৪

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

উপজেলা পরিষদ নির্বাচনে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ কে সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার ২৩ মে উপজেলার সানন্দবাড়ী ডিগ্রী কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও নির্বাচনী নেতা কর্মী সমর্থক বৃন্দ।

চরআমখাওয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু শামা আকন্দ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
আরও উপস্থিত ছিলেন সানন্দবাড়ী কলেজ এর অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামাণিক, পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জে কে সেলিম, চুকাইবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান। উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এর সফর সঙ্গীগন, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী এবং সমর্থক গন সহ শুভাকাঙ্ক্ষী গন।
নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা বিনিময় ও সংবর্ধনা দেন। বক্তব্যে এলাকার রাস্তা ঘাটের সমস্যাবলী তুলে ধরেন।
নবনির্বাচিত চেয়ারম্যান বলেন- আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের সকল আশা আকাঙ্খা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ।