প্রকাশিক,২৮,সেপ্টেম্বর
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের লঙ্কারচর সকাল বাজারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুস সামাদ ও তার ভাই সাইফুল ইসলাম। শুক্রবার ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় সকাল বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনটিতে অভিযোগ করে আব্দুস সামাদ বলেন, লংকারচর সকাল বাজারের দীর্ঘদিন যাবত বাবার রেকর্ড করা সম্পত্তিতে আমরা দোকান তুলে ভাড়া দিয়েছি ও নিজেরা দোকান করে আসছি। কিন্তু পাশের জমির মালিক জসমত আলীর ছেলে হাসান আলী বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে ৮/৬/২০২৪ রাতের আধারে আমাদের বিল্ডিং ঘরের দেয়াল ভেঙে দেয়। আমার বাতিজা সাগর বাধা দিতে গেলে তারা এলোপাতাড়ি মারপিট করে ওখান থেকে তারিয়ে দেয়। সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র থাকায় আমরা বাধা দিতে পারিনি।
আইনকে শ্রদ্ধা করে আমরা এই বিষয়ে বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করি, যেটার বিচার কার্যক্রম চালু রয়েছে।।
এই বিষয়কে কেন্দ্র করে স্থানীয়ভাবে চারবার শালিশের ব্যবস্থা করা হয়। কিন্তু কোন বার ই জসমত ও তার ছেলেরা শালিশী মানেনি। সব শেষ ১৭/৯/২০২৪ই আশেপাশের ইউনিয়ন থেকে সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের উপস্থিতিতে বড়সড় করে একটি সালিশের আয়োজন করা হয়। সালিশ নামায় বিচারকগণ জমির বিষয়ে এই সিদ্ধান্ত নেন যে। যে যেখানে যেভাবে ভোগদখল করে আসছিলেন সেভাবেই ভোগদখল করে খাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন । কিন্তু বিচারকদের সেই রায় মানেন না যশমত ও তার ছেলেরা।।
এরপর থেকে তারা নানাভাবে আমাদেরকে ষড়যন্ত্র শুরু করে দেয়। যার কারনে গত ২৩ শে সেপ্টেম্বর লঙ্কার চর সকাল বাজারের পশ্চিমে রাস্তার পাশে তাদের নিজ জমির আওতায় কিছু গাছের চারা রোপন করা হয়েছিল। যে গাছগুলো নিজেরাই কেটে আমাদের লোকদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে ও দেওয়ানগঞ্জে প্রশাসনের কাছে একটি অভিযোগ দাখিল করেছে।। আমার ভাতিজা সাগর ও বাজারে রিপন নামে একজনের নামে তারা অভিযোগ করেন। যেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কেননা, অভিযোগকারীদের কাছে কোনরকম প্রমাণ নেই প্রমাণ না থাকলেও মিথ্যে মনগড়াভাবে তারা সংবাদ প্রচার করেছে। আমরা তাদের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা প্রকাশ করছি।।
অন্য ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, জসমতের ছেলে হাসান আলী মামলা ও এলাকাবাসীর সালিশে জিততে না পেরে। তারা আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদের এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি।সেই সাথে উপজেলা প্রশাসন ও আইনের কাছে সুষ্ঠু তদন্ত করে সঠিক অপরাধীকে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :